পানাজি, ২৯ অক্টোবর: ২০০৪ লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দাঁড়ানো নাফিস আলি (Nafisa Ali) যোগ দিলেন তৃণমূলে (TMC)। গোয়ায় দিদির হাত থেকে পতাকা তুলে তৃণমূলে যোগ দিলেন জাতীয় সাঁতারে সোনা জয়ী তথা অভিনেত্রী নাফিসা আলি। নাফিসা আলি-র মতই মৃণালিনী দেশপ্রভু তৃণমূলে যোগ দিলেন। সব মিলিয়ে গোয়ায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল।
দেখুন টুইট
"We are elated to share that Nafisa Ali and Mrinalini Deshprabhu have joined the Goa Trinamool Congress family today in the presence of party Chairperson Mamata Banerjee," tweets TMC. pic.twitter.com/fXGxIU7R6d
— ANI (@ANI) October 29, 2021
আজ গোয়ায় দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা ব্যানার্জি। সেখানে দলকে মজবুত করে ২০২২ গোয়া নির্বাচনে জয়ের লক্ষ্যে সৈকত শহরে এসেছেন দিদি। দিদির সফর করে কেন্দ্র করে তৃণমূলের পতাকায় সেজেছে গোয়া। গোয়ায় নতুন সকাল নাম দিয়ে দিদির ছবি সহর রাজ্যের বিভিন্ন জায়গায় পড়েছে হোর্ডিং। আরও পড়ুন: ম্যালেরিয়ার কবল থেকে মুক্ত, এইমস থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
গোয়া (Goa) পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি পানাজির ডাবোলিম বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে সড়কপথে পৌঁছে যান হোটেলে। আগামী কয়েকদিন গোয়াতে নানা কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী।