মুম্বই, ১৪ অক্টোবর: কে আসল শিবসেনা হওয়ার প্রথম লড়াইয়ে একনাথ শিন্ডে প্রার্থী দিলেন না। আন্ধেরী পূর্ব উপনির্বাচনে উদ্ভব ঠাকরের শিবসেনার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। একনাথ শিন্ডের সমর্থন নিয়ে আন্ধেরী পূর্বে মুরজি প্যাটেলকে দাঁড় করাল বিজেপি। গতবার,২০১৯ বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে প্রায় ৪৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মুরজি। এবার সেই নির্দল মুরজিকেই প্রার্থী করল বিজেপি।
আসলে শিবসেনার বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসেবে মুরজিকে দাঁড় করিয়েছিল বিজেপি। এবার তাঁকেই সরকারীভাবে প্রার্থী করল গেরুয়া শিবির। আগামী ৩ নভেম্বর আন্ধেরি পূর্ব উপনির্বাচন হবে। উদ্ধব বা একনাথের মধ্যে দুই গোষ্ঠীর কেউই আন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপ নির্বাচনে শিবসেনার নাম ব্যবহার করতে পারবে না।
দেখুন টুইট
Murji Patel candidature declared by BJP for Andheri East by-election scheduled on November 3. @NewIndianXpress @TheMornStandard pic.twitter.com/B9VJjAP2bR
— Sudhir Suryawanshi (@ss_suryawanshi) October 14, 2022
উদ্ভব ঠাকরের প্রার্থী রুতুজা লাটকে-কে সমর্থন জানিয়েছে কংগ্রেস, এনসিপি। ২০১৯ বিধানসভা ভোটে নির্দল মুরজিকে ১৭ হাজারের মত ভোটে শিবসেনার রমেশ লাটকে হারিয়েছিলেন। রমেশের মৃত্যুতে খালি হওয়ায় এবার উপনির্বাচন হচ্ছে। গতবার কংগ্রেস প্রার্থী আমিন কুট্টি ২৮ হাজারের মত ভোট পেয়েছিলেন।