নয়াদিল্লিঃ অন্যান্য দিনে মতোই ব্যস্ত ছিল বিমানবিন্দর(Airport) চত্বর। বিমানবন্দেরর এক কোণে বোসে কারও জন্য অপেক্ষা করছিল এক ব্যাক্তি। বিমানবন্দরের এক কর্মী বেরিয়ে আসতেই তাঁর উপর হামলা চালাল সে। সোজা গলায় দাঁ-এর কোপ বসিয়ে রক্তারক্তি কাণ্ড। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু(Bengaluru) অর্থাৎ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে( Kempegowda International Airport)। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তির নাম রমেশ। ২০২২ সালে স্ত্রীয়ের সঙ্গে বিবা বিচ্ছেদ হয়ে যায়। স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে ছাদ আলাদা হয় দু'জনের। সন্দেহ ছিল বিমানবন্দরের এই কর্মীর সঙ্গেই সম্পর্কে ছিলেন স্ত্রী। বিচ্ছেদের দু'বছর কেটে গেলেও প্রতিশোশের আগুন নেভেনি। প্রতিশোধ সোজা স্ত্রী-এর প্রেমিকের কর্মস্থলে পৌঁছে যায় রমেশ। নিহত ব্যাক্তির নাম রামকৃষ্ণ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে আগেও বহুবার রামকৃষ্ণকে খুনের চেষ্টা করেছে ধৃত রমেশ। তাঁকে খুন করতে গ্রামের বাড়িতেও পৌঁছে গিয়েছিল কয়েকবার। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। সম্প্রতি সে জানতে পারে বিমানবন্দরে কাজ করেন রামকৃষ্ণ। ট্রলি অপারেটর হিসাবে কাজ করতেন তিনি। এই ঘটনায় রমেশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
প্রতিশোধ নিতে প্রাক্তন স্ত্রী-এর প্রেমিকের গলা কেটে খুন
Bengaluru Man Waits For Ex Wife's Lover To Come Out Of Airport, Kills Him https://t.co/5k3XkswERU pic.twitter.com/BxnQdKbBqt
— NDTV News feed (@ndtvfeed) August 28, 2024