প্রতীকী ছবি (File Image)

বিগত দু'দিন ধরে ফের বৃষ্টি শুরু হয়েছে মহারাষ্ট্রের একাংশে। এই বৃষ্টিতে জলমগ্ন অবস্থা মুম্বইয়ের (Mumbai) একাংশে। আর তাতেই ঘটল বিপত্তি। বুধবার রাত ৯টা ২০ নাগাদ এক মধ্যবয়স্কা মহিলা খোলা ম্যানহোলে পড়ে যায়। বৃহস্পতিবার সকালে উদ্ধার হল তাঁর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে আন্ধেরি ইস্ট এলাকার মহারাষ্ট্র শিল্প উন্নয়ন নিগমের গেট নম্বর ৮-এর কাছে। জানা যাচ্ছে, জমা জলে না দেখতেই পেয়েই ম্যানহোলের মধ্যে পড়ে যান বছর ৪৫-এর ওই মহিলা। পরিবারের কাছে খবর যেতেই তাঁরা স্থানীয় প্রশাসনকে জানায়। এরপর রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু এদিন সকালে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।

পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বিমল অনিল গায়কোয়াড। এদিন তাঁর দেহ উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বিএমসি কমিশনার ভূষণ গাগরানি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে, তিন সদস্যের একটি দল এই হত্যার ঘটনার তদন্ত করবে। বিএমসির তরফ থেকে দাবি করা হচ্ছে, ইচ্ছাকৃত ম্যানহোলের ঢাকনা খুলে রেখেছিল কেউ বা কারা। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন।