মুম্বই,৩১ ডিসেম্বর: এখন আমরা একুশ শতকে রয়েছি। বাস করছি ডিজিটাল ইন্ডিয়ায়। তবে তাতে কি, মেট্রো শহরের হোক বা মফঃস্বল রাস্তার পাশে মহিলাদের জন্য পরিচ্ছন্ন শৌচালয় খুঁজে পাওয়াটা এখনও ডুমুরের ফুল দেখার মতো বিষয়। জনসাধারণের ব্যবহৃত সুলভের দরজা রাতের একটা নির্দিষ্ট সময়ে হয় বন্ধ থাকে নাহলে এমন দুর্গন্ধময় পরিস্থিতি থাকে যে তা শত প্রয়োজনেও ব্যবহারের ইচ্ছে থাকে না। রাত ১২টায় বাড়ির পথে ফিরতে গিয়ে এমনই পরিস্থিতির মুখোমুখি হলেন মুম্বইয়ের (Mumbai) বাইরে থাকা এক টুইটার ইউজার। নিজেই টুইট করে সেখবর জানালেন তিনি। তিনি জানান, শৌচকর্মের জন্য তিনি ম্যাকডোনাল্ডসেও গিয়েছিলেন। তবে তাঁকে সেখানে ওয়াশরুম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। আরও পড়ুন-Surgent Bapi Sen: ১৮ বছরেও টাটকা ক্ষত, বর্ষবরণের উদযাপনে নেই সার্জেন্ট বাপি সেনের পরিবার
Amazing how last night while driving back home to Sewri at around 12, I couldn't find A SINGLE place to pee in Mumbai.
All restaurants were closed. @McDonalds REFUSED to let me in to use their toilet. Sulabhs usually shut at 9pm. WHERE IS A WOMAN SUPPOSED TO GO?
— (I'm done)ⁿ (@Shayonnita15) December 31, 2020
যেহেতু ততক্ষণে রাত বারোটা বেজেছে। তাই সুলভ তাঁর কাছে বিকল্প ব্যবস্থা ছিল না। কারণ সুলভের দরজা রাত নটাতেই বন্ধ হয়ে যায়। এরপর তিনি দাদারের এমএসআরটিসি-তে যান তিনি। সেখানেও বিধিবাম ততক্ষমে বন্ধ হয়ে গেছে মহিলা প্রসাধনালয়ের দরজা। অত্যন্ত হতাশার সঙ্গে শৌচালয় ব্যবহারের জন্য তাঁদের অনুরোধ করেন ওই তরুণী। তবে বার বার তাঁর মনে হচ্ছিল, বাইরে কেউ লুকিয়ে রয়েছে। এদিকে টুইটারে ম্যাকডোনাল্ডকেও ট্যাগ করতে ভোলেননি ওই তরুণী। বলা বাহুল্য, কিছুক্ষণের মধ্যে ম্যাকডোনাল্ডের সংশ্লিষ্ট শাখার ঠিকানা চাওয়া হয় তাঁর কাছে। এবং তরুণীকে আশ্বাস দিয়ে বলা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।