Police, Representational Image (Photo Credit: File hoto)

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: প্রাক্তন সহকর্মীকে ব্ল্যাকমেইল। ব্যক্তিগত ভিডিয়ো (Video) ফাঁসের হুমকি দিয়ে প্রাক্তন সহকর্মীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে পুলিশ (Police) গ্রেফতার করল এক ব্যক্তিকে। মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁওতে এমনই অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হন এক মহিলা। ওই মহিলার অভিযোগ, প্রাক্তন সহকর্মী তাঁর ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস করার হুমকি দিয়ে তাঁকে ক্রমাগত ব্ল্যাকমেইল শুরু করে। প্রাক্তন সহকর্মীকে তার সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করার জন্যই ওই ব্যক্তি এহেন আচরণ শুরু করে বলে জানা যায়। জলগাঁও পুলিশের কাছে ওই অভিযোগ দায়েরের পর তা ভিওয়ান্ডিতে স্থানান্তরিত করা হয়। ভিওয়ান্ডিতেও ওই মহিলা এবং অভিযুক্তর সমস্যার সূত্রপাত। ফলে ভিওয়ান্ডি পুলিশ বর্তমানে ওই ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।

আরও পড়ুন: Child Raped, Bitten In Madhya Pradesh: নৃশংস, ভয়াবহ বললেও কম হবে; ৫ বছরের শিশুকে ধর্ষণের পর যৌনাঙ্গ চিরে দিল কিশোর, কামড়ে মাথা দিল থেঁতলে

রিপোর্টে প্রকাশ, ২০২০ সালে ভিওয়ান্ডির এক অফিসে আফতাব কালামুদ্দিনের সঙ্গে কাজ শুরু করেন ২২ বছরের এক তরুণী। বছর ২৪-এর আফতাবের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সম্পর্ক না থাকলেও, দুজনে একটি অনুষ্ঠানের রাত ঘনিষ্ঠ হন। তবে ওই মহিলা আফতাবের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি হননি ঘনিষ্ঠতার পরও। সম্পর্ক অস্বীকার করার জেরে এরপর আফতাব ওই মহিলাকে ব্ল্যাকমেইল শুরু করে বলে অভিযোগ।

ঘনিষ্ঠতার সময় আফতাব যে তাঁর ভিডিয়ো রেকর্ড করে, তা বুঝতে পারেননি ২২ বছরের তরুণী। ফলে আফতাবের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলে, পুরনো ভিডিয়ো দেখিয়ে ওই তরুণীকে সে ব্ল্যাকমেইল শুরু করে। ওই তরুণী যাতে তার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়, সেই দাবি শুরু করে আফতাব।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ওই তরুণী জলগাঁওতে নিজের বাড়িতে যান এবং পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের সহযোগিতাতেই ওই তরুণী পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ আফতাবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করে। পাশাপাশি আফতাবের কাছ থেকে সমস্ত ভিডিয়ো পুলিশ উদ্ধার করে। আফতাবকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে খবর।