
মুম্বই, ২৬ মে: গত ৯ মে মতুন মেট্রো স্টেশন উদ্বোধন করা হয়। উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই এবার সেই মেট্রো স্টেশনে জল ঢুকে থইথই অবস্থা। মুম্বইতে (Mumbai) গত কয়েকদিন ধরে যেভাবে একটানা বৃষ্টি (Mumbai Rain) হচ্ছে, তার জেরেই ওরলিতে (Worli) তৈরি মেট্রো স্টেশন পুকুরে পরিণত হয়ে যায়। ফলে একটানা বৃষ্টির জেরে নয়া গঠিত ওরলি স্টেশন না পুকুরে পা দিয়েছেন আপনি, তা ধরতে পারবেন না।
দেখুন নতুন করে উদ্বোধন হওয়া ওরলি মেট্রো স্টেশনের কী অবস্থা...
#BREAKING: Inaugurated on 9th May, inundated on 26th May. Worli metro station in Mumbai. #Rains pic.twitter.com/G3eTfZmbH9
— Justin J. Thomas (@Just_insync) May 26, 2025
আবহাওয়ার পরিবর্তন দেখাই যাচ্ছে না বাণিজ্যনগরীতে। মুম্বইতে গত কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, তা গত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে বাণিজ্যনগরী মুম্বইতে যেমন ট্রেন লাইনে জল জমতে শুরু করেছে, তেমনি মেট্রো স্টেশনগুলির অবস্থাও ক্রমাগত খারাপ হচ্ছে।
তবে বৃষ্টি কমার এই মুহূর্তে কোনও লক্ষণ নেই। মুম্বইতে আরও ২, ৩ দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হবে। ফলে মুম্বইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের একাধিক জায়গাতেও জল জমতে শুরু করেছে। যার মধ্যে রায়গড় অন্যতম। ফলে মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় আরও বেশ কয়েকদিন ধরে মানুষকে সতর্ক থাকারপরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
মুম্বইতে যেভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে, তার জেরেই একাধিক জায়গায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে।