বৃষ্টিতে নাজেহাল মুম্বই। (Photo Credits: ANI)

মুম্বই, ২৮ জুন: Mumbai Rains. শুক্রবার সকালে মুম্বইবাসীর ঘুম ভাঙল ভারী বৃষ্টি দেখে। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বানিজ্যনগরীর বিভিন্ন জায়গায় জমল জল। বেলা যত বাড়ছে বৃষ্টিতে জমা জলের বহর বাড়ছে। একেই ট্র্যাফিক জ্য়ামের জন্য কুখ্যাত মুম্বইয়ের অবস্থা খারাপ একটানা বৃষ্টির ফলে জমা জলে। তবে মন্দের ভাল মুম্বইয়ের যোগাযোগ ব্যবস্থার লাইফ লাইন লোকাল ট্রেন পরিষেবায় এতে কোনও ব্যাঘাত ঘটেনি।

বলিউড নগরীর এমন কিছু জায়গায় জল জমে রয়েছে, যেখানে বাস বলি সেলেবদের। জুহু, ভিলে পার্লে, মুলুন্দ, আন্ধেরীর বিভিন্ন অংশে জমা জলে নিত্যযাত্রীদের মাথার ঘাম পায়ে ফেলার জোগাড়। যদি চলতি গরমে ৪৫ ডিগ্রি তাপমাত্রার পারদ চড়া মুম্বইয়ে, আজ বৃষ্টির ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমে ২৭ ডিগ্রিতে নেমে এসেছে। তবে সবচেয়ে অবস্থা নবি মুম্বই, থানে অঞ্চলে। মুম্বইয়ে যে অঞ্চলে বাঙালীদের বসবাস বেশি-সেই ভাসি, শানপাড়া, কোপারখেড়নে এলাকায় জল জমেছে। আরও পড়ুন- যোগীর রাজ্যে জেলের ভিতর বন্দিদের মদ খেয়ে বন্দুক হাতে ভিডিও শ্যুট (দেখুন ভিডিও)

pic.twitter.com/gk5JmvBCo7

দেখুন কীভাবে বর্ষার প্রথম ভারী বৃষ্টিতে মুম্বইয়ের আন্ধেরী অঞ্চলে জল জমে রয়েছে। ভিডিওটি আন্ধেরী পশ্চিমের সামনে এসভি রোডে স্টেশনের

বেলা বাড়ছে বৃষ্টি বাড়ছে মুম্বইতে

দেখুন ভান্ডুপ এলাকায় বৃষ্টির ফলে অবস্থা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুম্বইয়ের নানা অংশ থেকে জনজীবন ব্যাহত হওয়ার খবর আসতে থাকে। দেশীয় বিমান চলাচলকারী বিমানবন্দরের একাংশে জল জমায়, বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। মুম্বইয়ের পশ্চিম লাইনের ট্রেন ১৫ মিনিট দেরীতে চলেছে। একেবারে উপচে পড়া ভিড় নিয়ে ভারী বৃষ্টির মধ্যেই চলছে মুম্বইয়ের লোকাল ট্রেন। সব মিলিয়ে মুম্বইয়ে নাজেহাল অবস্থা।