Mumbai: বোরখা পরতে অস্বীকার, মুম্বইতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
Burqa. (Photo Credits: PTI)

মুম্বই, ২৭ সেপ্টেম্বর: বোরখা (Burqa) পরতে অস্বীকার করায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর (Husband) বিরুদ্ধেI মুম্বইয়ের তিলক নগর এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ ওঠেI রিপোর্টে প্রকাশ, ইকবাল মহম্মদ শেখ নামে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে বোরখা পরার কথা বলেনI ইসলামিক ঐতিহ্য মেনে শেখের স্ত্রী যাতে বোরখা পরেন, সেই কথা জানান তিনিI স্ত্রী বোরখা পরতে অস্বীকার করায় তাঁকে খুনের অভিযোগ ওঠে শেখের বিরুদ্ধেI

মৃতের বাড়ির তরফে ইকবাল মহম্মদ শেখের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগI জানা যায়, গত ৩ বছর আগে রূপালি নামে এক হিন্দু তরুণীকে বিয়ে করেন ইকবাল মহম্মদ শেখI বিয়ের পর থেকে শেখের বাড়ির সদস্যরা রূপালির উপর অত্যাচার শুরু করেন বলে অভিযোগI রূপালিকে ইসলামিক ঐতিহ্য মেনে বোরখা পরে চলতে হবে বলে বার বার জানানো হয়I রূপালি বোরখা পরতে চাননি বলেই তাঁকে খুন করা হয় বলে অভিযোগI

আরও পড়ুন: Typhoon Noru: টাইফুন নোরুর দাপটে তাণ্ডব ভিয়েতনাম, ফিলিপিন্সে

সোমবার ইকবাল মহম্মদ শেখ স্ত্রী রূপালির সঙ্গে দেখা করেনI স্ত্রীর সঙ্গে শেখ বচসায় জড়ালে, তাঁকে খুন করা হয় বলে অভিযোগI ইকবালের সঙ্গে থাকতে পারবেন না বলে জানান রূপালিI ফলে তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করবেন বলেও জানানI তবে রূপালিকে ছাড়তে রাজি হলেও, ইকবাল নিজের সন্তানের অধিকার চেয়ে বসেনI যা দিতে অস্বীকার করেন ২২ বছরের রূপালিI সন্তানের অধিকার নিয়ে স্বামী, স্ত্রীর মধ্যে বচসা শুরু হলে, ইকবাল স্ত্রীর গলায় ছুরির কোপ বসান বলে অভিযোগI

সোমবার রাত ১০টা নাগাদ রূপালির বাড়ির লোক ইকবালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেনI পুলিশ ইকবালকে গ্রেফতার করলে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগI