মুম্বই, ২৮ জুন: বকরি ইদের আগে সোসাইটিতে ছাগল নিয়ে আসায় গণ্ডগোল শুরু হল মুম্বইয়ের মীরা রোডের একটি হাই প্রোফাইল আবাসনে। বকরি ইদে কুরবানি দিতে ২টি ছাগল নিজের ঘরে নিয়ে আসেন মহসিন শেখ নামে এক ব্যক্তি। যা দেখে কার্যত সুর চড়াতে শুরু করেন মুম্বইয়ের ওই সোসাইটির বেশ কিছু বাসিন্দা। সোসাইটির মধ্যে কোনওভাবে কুরবানি দেওয়া যাবে না বলে দাবি করেন সেখানকার একাংশের মানুষ। ফলে মহসিন শেখের কাজের পরিবর্তে তাঁরা তাড়স্বরে হনুমান চালিশা পাঠ শুরু করেন। কেউ কেউ জয় শ্রীরাম স্লোগানও দিতে শুরু করেন বলে খবর।
बकरीद पर कुर्बानी के लिए लाए गए बकरों को लेकर मुंबई की हाईराइज सोसाइटी में बवाल, सोसाइटी के लोगों ने विरोध में लगाए जय श्री राम के नारे और हनुमान चालीसा का पाठ भी किया#Maharashtra #Mumbai #HighriseSociety #Goats #Bakrid #BakridCelebration pic.twitter.com/BHg9BbsI2B
— India TV (@indiatvnews) June 28, 2023
এদিকে মহসিন শেখের দাবি, ওই সোসাইটিতে প্রায় ২২৫ থেকে ২৩০টি মুসলিম পরিবার বসবাস করেন। তাঁরা প্রত্যেক বছর কুরবানির আগে ছাগল নিয়ে আসেন। প্রতি বছর সোসাইটির মধ্যেই ছাগল বাধা থাকে কিন্তু এ বছর পরিস্থিতি বদলেছে। সোসাইটির চত্ত্বরে ছাগল রাখা যাবে না বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়। সেই কারণে তিনি নিজের ঘরে ২টি ছাগল নিয়ে আসেন বলে দাবি মহসিনের।
ঘটনা নিয়ে মীরা রোডের ওই আবাসনে হইচই শুরু হলে, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের কথায় মহসিন শেখ নামে ওই ব্যক্তি সোসাইটির বাইরে ছাগল বের করে দিতে বাধ্য হন।