আগুনের প্রতীকী ছবি Photo Credits: Flickr

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি: বিধ্বংসী আগুন মহারাষ্ট্রের মুম্বইয়ে (Mumbai)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। গোরেগাঁও-তে (Goregaon) আরে কলোনি ভয়াবহ আগুনে (Fire) পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আরও পড়ুন: Gurugram: বিছানার চাদর নিয়ে খেলতে গিয়ে বিপত্তি! গলায় ফাঁস লেগে মৃত্যু ১০ বছরের শিশুর

সূত্রের খবর, আরে কলোনির কাছে একটি জঙ্গলের ভিতরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে দমকলকর্মীদের উপস্থিতে। আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

দেখুন ভিডিও-

এএনআইয়ের খবর অনুযায়ী-

কিছুদিন আগেই মুম্বইয়ের ইয়ারি রোড একাধিক সিলিন্ডার বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে। ঘটনাটির জেরে গুরুতর আহত হন ৪ জন।