মুম্বই (Mumbai) বিমানবন্দর থেকে কখনও উদ্ধার হচ্ছে মাদক, কখনও সোনা-রুপো। এবার বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একাধিক বিদেশী বন্যপ্রাণী। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন তল্লাশি অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগ থেকে কচ্ছপ, মিরক্যাট সহ একাধিক বিল্পুপ্তপ্রায় প্রজাতীর প্রাণী উদ্ধার করেছে মুম্বই কাস্টমস বিভাগের আধিকারিকরা। এদের মধ্যে বেশ কয়েকটি পশুর শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে বাজেয়াপ্ত হওয়া জন্তুদের বন দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মুম্বই কাস্টমসের আধিকারিকরা।

উদ্ধার একাধিক বন্যপ্রাণী

জানা যাচ্ছে, ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের ওপর তল্লাশি চালানোর সময় দুই পৃথক ঘটনাট দুই যাত্রীর ব্যাগে সন্দেহজনক কিছু জিনিস দেখতে পায় মুম্বই কাস্টমস জোন ৩-এর আধিকারিকরা। তাঁরা ব্যাগটি খুলে তল্লাশি চালালে উদ্ধার হয় মিরক্যাট, তোতা পাখি, সুমাত্রান ডোরাকাটা খরগোশ এবং একটি কচ্ছপ। এদের মধ্যে বেশকিছু প্রাণীর মৃত্যু হয়েছে।

বিমানবন্দরে বাড়ানো হয়েছে নজরদারি

ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে জেরা করা শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অভিযুক্তরা প্রাণীগুলি পাচার করার পরিকল্পনায় ছিল। এই চক্রে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে কাস্টমসের আধিকারিকরা। সেই সঙ্গে বিমানবন্দরে বাড়ানো হয়েছে নজরদারি।