বান্দা জেলে মৃত্যু হল বিচারাধীন মাফিয়া ডন মুখতার আনসারির। গতকাল জেলের ভিতরে অজ্ঞান হয়ে পড়েন মুখতার। জেলের চিকিৎসকদের পর্যবেক্ষণে হৃদযন্ত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে গাজিপুরের বান্দা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পর তাকে প্রথমে আইসিইউ এবং পরে সিসিইউতে ভর্তি করা হয়। ৯ জন চিকিৎসকের একটি দল ক্রমাগত তার অবস্থা পর্যবেক্ষণ করছিল কিন্তু শেষ রক্ষা হল না, রাতেই মৃত্যু হল উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক তথা গ্যাংস্টার মুখতার আনসারির। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬১ বছর।
এই ঘটনায় গুরুত্ব বিবেচনা করে রাত থেকেই বান্দা জেলার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এছাড়া তাঁর ছেড়ে আসা বিধানসভা কেন্দ্র মৌ এবং গাজীপুর ও বান্দা অঞ্চলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বান্দা মেডিকেল কলেজের বাইরে বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ডিজিপি সদর দফতর সতর্কতা বজায় রাখার নির্দেশ জারি করেছেন।
#BigBreaking:हार्ट अटैक के बाद माफिया मुख्तार अंसारी की मौत.#MukhtarAnsari #Banda pic.twitter.com/72kTDDQaN5
— News18 Uttar Pradesh (@News18UP) March 28, 2024
BREAKING NEWS 🚨 Mukhtar Ansari is dead. He suffered Heart Attack in Jail.
UP prison department said Mukhtar Ansari fell in the toilet at night, he was immediately provided with treatment by the jail doctor.
The 60-year-old don-turned-politician has over 60 criminal cases… pic.twitter.com/A5Rsq8SLEE
— Times Algebra (@TimesAlgebraIND) March 28, 2024