দিল্লি, ৬ জুলাই: ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi )। কেন্দ্রের সংখ্যলঘু উন্নয়ন মন্ত্রক থেকে বুধবার ইস্তফা দেন মুক্তার আব্বাস নকভি। প্রসঙ্গত বুধবার মুক্তার আব্বাস নকভির ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর নকভি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। এরপরই কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন নকভি। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে নকভি কেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আগামী ১০ অগাস্ট উপরাষ্ট্রপতি পদে শেষ দিন ভেঙ্কাইয়া নাইডুর। তাহলে কি এবার মুক্তার আব্বাস নকভিকেই উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য বিজেপি মনোনীত করছে! উঠছে এমন প্রশ্ন।
Mukhtar Abbas Naqvi resigns as Union Minister of Minority Affairs pic.twitter.com/QNdbqHtvpw
— ANI (@ANI) July 6, 2022
যদিও বিজেপির তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। মুখে কুলুপ নকভিরও।