Mother's Murder For Tasty Food: খাবারে স্বাদ নেই কেন? মায়ের গলায় কাস্তের কোপ ছেলের
Representational Image (Photo Credits: Pixabay)

থানে, ২৮ নভেম্বর: খাবারে কোনও স্বাদ নেই। ভাল খাবার কেন দেওয়া হয়নি, তা নিয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে ভয়াবহ কাণ্ড ছেলের। রবিবার বিকেলে মহারাষ্ট্রের ভেলু গ্রামে খাবার নিয়ে মায়ের সঙ্গে বিবাদে জড়ায় ছেলে। সুস্বাদু খাবার কেন নেই পাতে, তা নিয়ে গণ্ডগোল শুরু হলে মাকে খুন করে ছেলে। মায়ের গলায় কাস্তের কোপ বসিয়ে তাঁকে খুন করে ছেলে।  কাস্তের কোপ বসাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। এরপর প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই  মহিলার মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তাঁর ময়নাতদন্ত হয়।

জানা যাচ্ছে, মায়ের  গলায় কাস্তের কোপ বসানোর পরপরই ঘুমের ওষুধ খায় ছেলে। অচৈতন্য অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা একযোগে ওই যুবককে ভর্তি করে হাসপাতালে। তার চিকিৎসা চলছে। ফলে পুলিশ এখনও ওই যুবককে গ্রেফতার করেনি।