Delhi Covid-19: ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ, দিল্লিতে ফের হলুদ সর্তকতা জারি করে বাড়ল কোভিডে কড়াকড়ি
দিল্লিতে কোভিডে ফিরল হলুদ সতর্কতা। গত কয়েক দিন ধরেই দিল্লিতে কোভিড পজেটিভি-র হার ০.৫%-এর উপরে। তাই দেশের রাজধানীতে ফের ফিরল করোনায় কঠোর বিধিনিষেধ।
নয়া দিল্লি, ২৮ ডিসেম্বর: দিল্লিতে কোভিডে ফিরল হলুদ সতর্কতা। গত কয়েক দিন ধরেই দিল্লিতে কোভিড পজেটিভি-র হার ০.৫%-এর উপরে। তাই দেশের রাজধানীতে ফের ফিরল করোনায় কঠোর বিধিনিষেধ। কোভিড সংক্রমণ রুখতে দিল্লিতে কী কী বিধিনিষেধ জারি হচ্ছে তা শীঘ্রই জানানো হবে বলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন। পাশাপাশি কেজরিওয়াল পরিষ্কার করে দিয়েছেন, দিল্লি জুড়ে কোভিডকে নিয়ে কঠোর বিধিনিষেধ জারি হতে চলেছে।
গত কয়েকদিন ধরে দিল্লিতে বেড়েছে কোভিড সংক্রমণের হার। করোনার নতুন প্রজাতি ওমিক্রমন আক্রান্তের সংখ্যাও দিল্লিতে বাড়ছে। তাই দিল্লিতে নাইট কার্ফু সহ কঠোর বিধিনিষেধ ফেরার মুখে। ইতিমধ্যেই দিল্লিতে বড়দিন ও বর্ষবরণের যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আরও পড়ুন: করোনার চিকিৎসায় কোভোভ্যাক্স, কোরবেভ্যাক্সকে ছাড়পত্র, অনুমোদিত অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভির
দিল্লির মত দেশেও হু হু করে বাড়ছে ওমিক্রন। সোমবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৬ হাজার ৩৫৮ জন।একই দিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৬ হাজার ৪৫০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে এই মুহূর্তে আ্যাক্টিভ রোগী ৭৫ হাজার ৪৫৬ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫৩।
দেখুন টুইট
করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে আরও দুই টিকা এবং অ্যান্টি ভাইরাল ওষুধকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার তরফে কোভোভ্যাক্স ( Covovax) এবং করোবেভ্যাক্সকে (Corbevax) ছাত্রপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভিরকেও (Molnupiravir) ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোভোভ্যাক্স, কোরবেভ্যাক্স এবং মলনুপিরাভিরকে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
কোভোভ্যাক্স এবং কোরবেভ্যাক্সকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হতে পারে করোনা আক্রান্তদের ক্ষেত্রে। কোভোভ্যাক্স এবং কোরবেভ্যাক্স অনুমোদন পাওয়ায় এই মুহূর্তে করোনা প্রতিরোধে যে টিকাগুলি (COVID 19 Vaccine) ব্যবহার করা যাচ্ছে, সেই সংখ্যা ৮-এ পৌঁছল।