দিল্লি, ২৫ জুলাই: বর্ষাকালীন অধিবেশন শুরু হতেই এবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা। ২০০৩ সালের পর এবার ফের সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চলছে বিরোধীরা। সংদের ইতিহাসে গত ২০ বছরে এই প্রথম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী জোট। প্রসঙ্গত ২০০৩ সালে যখন এনডিএ জোটের অটল বিহারি বাজপায়ী প্রধানমন্ত্রীর আসনে, সেই সময় একবার অনাস্থা প্রস্তাব গ্রহণ করে বিরোধীরা। পাশাপাশি মণিপুর প্রসঙ্গ উত্থাপন করে রাজ্যসভায় কীভাবে বিজেপিকে কোণঠাসা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা শুরু করেছেন বিরোধী নেতারা। মণিপুর নিয়ে কীভাবে সংসদে গোটা অধিবেশনে বিতর্ক চালানো যায়, সে বিষয়ে জোর পরিকল্পনা শুরু করেছেন বিরোধী দলের নেতারা।
এদিকে বিরোধী ইন্ডিয়া জোটকে বিক্ষিপ্ত বলে মঙ্গলবার কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। এমনকী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ উত্থাপন করেও বিরোধী জোটের নাম নিয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।