
নয়াদিল্লি, ৩১ মেঃ স্বাভাবিক সয়ের আগেই কেরলে ঢুকেছে বর্ষা। কেরলের হাত ধতেই উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ প্রান্ত ভারী বৃষ্টিতে ভিজছে। বর্ষার শুরুতেই ঝেপে বৃষ্টি শুরু হয়েছে। কেরলের পাশাপাশি মুম্বই, দিল্লি, মেঘালয়, ত্রিপুরা উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, অসম, ত্রিপুরায় চলছে ভারী বর্ষণ। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিও দেখা গিয়েছে। মুষলধারে ঝড়বৃষ্টির জেরে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যগুলো জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত স্বাভাবিক জীবন যাপন। ভারী বৃষ্টিপাতের ফলে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, গাছপালা। প্লাবিত হচ্ছে নদী, জলাশয়। একাধিক রাজ্যে প্রাণহানির ঘটনাও ঘটে চলেছে।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে সিকিমে ভূমিধস, পাহাড়ি এলাকায় বহু ক্ষয়ক্ষতি, দেখুন ভিডিও
মিজোরামে ভারী বৃষ্টিপাতের ফলে লংটলাই শহরে কমপক্ষে তিনটি বাড়ি ভেঙে পড়েছে। রাজ্যজুড়ে ভূমিধসের ফলে বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আইজলে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আহত হন একজন। আইজল ও চাম্ফাই জেলায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে।
জম্মু কাশ্মীরের রামবানে শিলাবৃষ্টি
#WATCH | Jammu & Kashmir's Ramban receives heavy rainfall and hailstorm. pic.twitter.com/igD1bf4Z6N
— ANI (@ANI) May 31, 2025
মেঘালয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃষ্টিতে ভূমিধসে মারা গিয়েছেন এক মহিলা। জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এছাড়াও গাছ ভেঙে পড়ে একজন কিশোরের মৃত্যু হয়েছে। রাজ্যের প্রায় ২৫টি গ্রাম বন্যা ও ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত। ত্রিপুরার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ৫৭টি পরিবারকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। ১৬ বছর এক যুবক জ্বলে ডুবে মারা গিয়েছে।
জলমগ্ন অসম
#WATCH | Assam: Due to heavy rainfall in Guwahati district, several areas are facing waterlogging, leaving normal life affected.
(Visuals from the Rukmini Gaon area) pic.twitter.com/oDzsmOrwzR
— ANI (@ANI) May 31, 2025
অসম জুড়েও শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আকস্মিক বন্যা পরিস্থিতির জেরে রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। গুয়াহাটি-সহ বিভিন্ন জেলা জলে ডুবেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সিকিমে ভারী বৃষ্টিপাত ডেকে এনেছে ভূমিধস (Landslides)। থিয়েং এবং চুংথাং এলাকায় ধসের কারণে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বর্ষায় সূচনালগ্নেই ভারী বৃষ্টি বহু প্রাণ কেড়েছে।