কোচি, ৩১ অগাস্ট: ভারতের বিনোদন দুনিয়ায় এখন মালায়ালাম সিনেমার দাপট। কেরালা থেকে একের পর এক দারুণ সিনেমা উপহার পাচ্ছে দেশ। কিন্তু এরই মাঝে আলোর নিচেই অন্ধকারের ঘটনা। মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি (Malayalam Film Industry)-র ভয়ঙ্কর কিছু সত্যি উঠে এসেছে বিচারপতি হেমা কমিটি (Justice Hema committee)-র রিপোর্টে। যে রিপোর্টে বলা হয়েছে মালায়লামা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা, যৌনতার বিনিময়ে সুযোগ, যৌন শোষণ, বৈষম্য, মাদক ও অ্যালকোহলের ব্যাপক মাত্রায় ব্যবহার, মজুরি বৈষম্য এবং বেশ কিছু ক্ষেত্রে অমানবিক কাজ হয়ে থাকে। হেমা কমিটির 235 রিপোর্ট সামনে আসার পরই তোলপাড় পড়ে গিয়েছে। যৌনতার বিনিময়ে সিনেমায় সুযোগ বা কাস্টিং কাউচ-এর বিস্তর অভিযোগ সামনে আসছে। তাতে নাম জড়াচ্ছে নামীদামি থেকে ছোট-মাঝারি মাপের অভিনেতা, পরিচালক, প্রযোজক সহ মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের। এমন সময় মুখ খুললেন মালয়ালাম সিনেমার সবচেয়ে বড় তারকা হিসেবে গোটা দেশের কাছে পরিচিত অভিনেতকা মোহনলাল।
মালায়ালাম সিনেমায় যৌনতা হেনস্থার অভিযোগ নিয়ে মহাতারকা অভিনেতা মোহনলাল বললেন, "আমি হেমা কমিটির রিপোর্ট পড়িনি। তবে কিছু অভিযোগের কথা শুনেছি। এই বিষয়ে তদন্ত চলছে। আমরা সবাই তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করব। কিন্তু দয়া করে কেউ আমাদের প্রাণের চেয়েও বেশী প্রিয় ইন্ডাস্ট্রি-কে ধ্বংস করে দেবেন না। আমরা হেমা কমিটির রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। অনেকের নাম কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে। তবে আমাদের ইন্ডাস্ট্রি খুব পরিশ্রমী। সবাই-কে দয়া করো দোষী সাব্যস্ত করবেন না। যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক।"
দেখুন মালায়ালাম সিনেমায় নানা ধরনের কেলেঙ্কারি নিয়ে কী বললেন মোহনলাল
Kerala: On sexual abuse in the Malayalam film industry, Actor Mohanlal says, "...Problems faced by junior artists are also being looked into...We will cooperate in the investigation process. We are here only to set things right. I am not aware of any such power group.… https://t.co/eINRE0smcS pic.twitter.com/dUkuHtomiG
— ANI (@ANI) August 31, 2024
এরপর মোহনলাল বলেন,"জুনিয়র আর্টিস্টদের সমস্যাগুলোও যেন একইরকম গুরুত্বের সঙ্গে দেখা হয়। আমি চাই দোষীদের খুঁজে বের করা হোক। তবে যে ক্ষমতাশীল গোষ্ঠীদের কথা বলা হচ্ছে, সেসব আমি জানি না। আমি এইরকম ধরনের কোনও ক্ষমতাশালী গোষ্ঠীর সঙ্গে জড়িত নই।"