সমুদ্রে ঘনীভূত হচ্ছে মোকা। ভয়ঙ্কর নিম্নচাপ মোকার প্রভাবে ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী ২দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব সীমান্তের সংলগ্ন দক্ষিণ আন্দামানে নিম্নচাপ অক্ষরেখা তৈরি করেছে
বুধবার দুপুরের পরেই স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন মোকার অভিমুখ। এখনও পর্যন্ত যতটুকু স্পষ্ট তাতে বুঝতে পারা যাচ্ছে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশ ও মায়ানমারের দিকে ধেয়ে যেতে পারে। এরফলে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাবে ৷ বৃহস্পতিবারই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা।
এই প্রেক্ষিতে আইএমডি র সতর্কতা অনুযায়ী প্রস্তুত ভারতীয় কোস্ট গার্ড। আবহাওয়ার পরিস্থিতি মৎস্য ও বেসামরিক প্রশাসনের সাথে শেয়ার করা হচ্ছে তাদের তরফ থেকে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মোতায়েন করা উপকূল রক্ষা বাহিনীর ইউনিটগুলি যে কোনও উচ্চ সতর্কতামূলক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ভারতীয় কোস্ট গার্ড জাহাজের মাধ্যমে টহল এবং বিমানের মাধ্যমে নজরদারির পাশাপাশি কোস্ট গার্ড রাডার অপারেটিং স্টেশন (ROS)এর মাধ্যমে পারাদীপ এবং হলদিয়া উপকূলে উভয় ইংরেজি এবং স্থানীয় ভাষায় আবহাওয়ার সতর্কতা প্রচার করা হচ্ছে। দেখুন সেই ভিডিও-
#WATCH | Indian Coast Guard is geared up for response to #CycloneMocha, as indicated by IMD. Weather update is being shared with fisheries and civil administration. ICG units in West Bengal and Odisha placed on high alert and standby to meet any eventuality. Weather warning being… pic.twitter.com/fxKfGwuvLY
— ANI (@ANI) May 10, 2023