রথযাত্রার দিন দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জ দক্ষিণ থেকে উদ্ধার এক যুবকের পচাগলা দেহ। ইতিমধ্যে দেহটি সনাক্ত করে তাঁর পরিবারে খবর দেওয়া হয়েছে। গত ২০ জুন থেকে নিখোঁজ ছিলেন বছর ৩২-এর অনিল কুমার নামে ওই ব্যক্তি। পরিবারের তরফ থেকে থানায় মিসিং ডায়েরি করা হলে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে শুক্রবার ইন্দর ক্যাম্প এলাকায় একটি জলাশয়ের পাশ থেকে উদ্ধার হয় যুবকের দেহ। ইতিমধ্যেই তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এইমসে কর্মরত ছিলেন
পেশায় ইলেকট্রিশিয়ান অনিল কুমার দিল্লির এইমসে কর্মরত ছিলেন। রংপুরী পাহাড়ি এলাকার বাসিন্দা অনিলের পরিবারে তাঁর স্ত্রী ও ৬ বছরের কন্যা সন্তান রয়েছে। তবে হাসপাতালে কাজের পাশাপাশি এলাকার মধ্যেও বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যা হলে সে কাজ করতে যেত। গত ২০ জুনও তাঁর কাছে একটি কাজের ফোন আসে। পরিবারের দাবি ওই ফোন পেয়েই কাজ করতে বেরিয়ে পড়েছিলেন অনিল। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। এমনকী তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলে দাবি পুলিশের।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
শুক্রবার ইন্দর ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি দেহ পায়। তাঁরাই বসন্ত কুঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে খুন করা হয়েছে তাঁকে। তবে কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়।