সহপাঠীদের থেকে ব্ল্যাকমেলিং, সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে সম্প্রতি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক নাবালক আত্মঘাতী হয়েছে। ঘটনাটি ঘটেছিল রতলামের ধোধার থানা এলাকায়। এই ঘটনার তদন্তে নেমে রবিবার মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। ধৃতরা সকলেই নাবালক। এবং তাঁদের মধ্যে তিনজন মৃতের খুড়তুতো ভাই। যদিও এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।
আত্মঘাতী কিশোর
পুলিশসূত্রে খবর, মৃত নাবালকের একটি এআই জেনারেটেড একটি অশালীন ভিডিয়ো বানিয়েছিল তাঁর স্কুলের বন্ধুরা। সে্ই নিয়ে হামেশাই ভয় দেখাত, মারধর করত এবং মানসিকভাবে হেনস্থা করত। বিগত কয়েকদিন ধরে এই ধরনের অত্যাচারে অতিষ্ট হয়ে গত ২৬ সেপ্টেম্বর বছর ১৪-এর ওই নাবালক ঘরের মধ্যেই গলায় গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার তদন্তে নেমে ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।
৬ অভিযুক্তের থোঁজে জারি তল্লাশি অভিযান
সেই নোটে হাতে পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধেই দায়ের হয়েছে অভিযোগ। ধৃতদের মধ্যে ৩ জন আবার নাবালকের খুড়তুতো ভাইও রয়েছে। তাঁদেরও খোঁজে জোরকদমে চলছে তল্লাশি অভিযান।