প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল মহারাষ্ট্রের (Maharashtra) কল্যাণ স্টেশনে। গত ২৯ জুন সন্ধ্যায় স্টেশন থেকে বছর ১৬-এর নির্যাতিতাকে অপহরণ করে একটি এক্সপ্রেসে তোলে ওই যুবক। তারপর ট্রেনের বাথরুমে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে আকোলা স্টেশন আসতেই সে পালিয়ে যায়। নির্যাতিতার পরিবারের সদস্যরা আকোলা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কল্যাণ রেলওয়ে স্টেশনে লিখিত অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। অবশেষে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে।

বাথরুমের মধ্যে চলে যৌন নির্যাতন

জানা যাচ্ছে, ঘটনার দিন গজানন শিবদাস চবন নামে বছর ৩০-এর এক যুবক ভাইকে নিয়ে কল্যাণ স্টেশনে গিয়েছিল। সেই সময় তাঁর নজর পড়ে ওই কিশোরীর ওপর। নির্যাতিতা নিজেো আকোলা এলাকার বাসিন্দা। সেই কারণে ট্রেন ধরতেই দাঁড়িয়ে ছিল। তখন সুযোগ বুঝে চলন্ত ট্রেনে গজানন উঠে পড়ে কিশোরীকে জোরজবরদস্তি করে তাঁকে ট্রেনের বাথরুমে নিয়ে যায়।

গ্রেফতার অভিযুক্ত

বাথরুমেই নাবালিকাকে ধর্ষণ ও যৌন নির্যাতন করে গজানন। এরপর ট্রেন যখন আকোলা স্টেশনে থামে তখনই ট্রেন থেকে নেমে পালিয়ে যায় অভিযুক্ত। এদিকে ওই স্টেশনেই অপেক্ষা করছিল নির্যাতিতার পরিবার। তারপরেই সে পরিবারকে সবটা জানায়। তারপরেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। ধৃতকে ১৫ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠায় আদালত।