Earthquake in Delhi: ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, ছড়াচ্ছে আতঙ্ক

নয়াদিল্লি: বুধবার বিকেল সাড়ে চারটের একটু পড়েই ফের মৃদু ভূমিকম্পে (Mild Earthquake) কেঁপে উঠল দিল্লি (Delhi)। এর ফলে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দেশের রাজধানীতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Capital For Seismology) তরফে জানানো হয়েছে বুধবার বিকেলে ২.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয় দিল্লিতে।

আরও জানা গেছে, বিকেল ঠিক ৪.৪২ মিনিটে দিল্লির এনসিআর (NCR) এলাকায় মৃদু ভূমিকম্প হয়। উৎসস্থল (epicenter) ছিল পশ্চিম দিল্লি (West Delhi) ও মাটির ৫ কিলোমিটার গভীরে কম্পনের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত এর ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ দুবার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৮। পরে জানা যায় এর উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল আর মাটির ১৫৬ কিলোমিটার নিচে এর  উৎপত্তি হয়েছিল। আরও পড়ুন: Mann Ki Baat 100th Episode: ৩০ এপ্রিল বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে নরেন্দ্র মোদির মন কি বাত, শততম এপিসোডে লোকসভাভিত্তিক বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা বিজেপির