(Photo Credits: Twitter/@WarisPathan)

মুম্বই, ১৪ এপ্রিল: রণক্ষেত্র মুম্বই! দিল্লির স্মৃতি উস্কে দিল মুম্বই। 'বাড়ি ফিরতে চাই!' এই দাবিতে হাজার হাজার শ্রমিকের জমায়েত বাণিজ্যনগরীতে। প্রথমে বান্দ্রা স্টেশনে। পরে একটি মসজিদে নিজেদের দাবিতে অনড় হয়ে প্রতিবাদ শুরু করেন তাঁরা। বিশাল পরিযায়ী শ্রমিকদের সেই ভিড় ছত্রভঙ্গ করতে হিমশিম খায় পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণের স্থানীয় নেতাও তাঁদের আশ্বস্ত করেন এবং এলাকা ছাড়ার অনুরোধ করেন। লাঠিচার্জও করে পুলিশ বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরও পড়ুন: Rahul Gandhi: 'পরীক্ষার জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে করোনা-কিট নেই', নরেন্দ্র মোদিকে আক্রমণ রাহুল গান্ধির 

মঙ্গলবার সকালে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি। লকডাউনের সময়সীমা বাড়তেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ভিড় জমতে থাকে বাড়ি ফেরার দাবিতে। প্রত্যেকের মুখে একটাই কথা, খাবার নেই, রোজগার নেই! কী করে থাকব? প্রথম লকডাউনের পর তাঁরা চুপ ছিলেন ঠিকই। কিন্তু ফের লকডাউনের সময়সীমা বাড়াতেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন তাঁরা।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ মাঝরাত থেকে টানা ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আজ ছিল প্রথম লকডাউনের শেষদিন। কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখনও নিয়ন্ত্রণের আনা সম্ভব হয়নি করোনা আক্রান্তের সংখ্যা। প্রাণ হারিয়েছেন ৩৫০ জন। যার জেরে ফের লকডাউনের কথা ঘোষণা করেন তিনি। আর এদিকে লকডাউনের আজ শেষদিন হওয়ায় বাড়ি ফেরার আশায় বান্দ্রা স্টেশনে এবং বাসস্টপে সকাল থেকেই একটু একটু করে ভিড় জমাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকেরা। কিন্তু ফের লকডাউনের সময়সীমা বাড়তেই তাঁদের বাড়ি ফেরানোর দাবিতে রণক্ষেত্র হয়ে ওঠে মুম্বইয়ের বান্দ্রা।