Muskan Rastogi and Sahil Shukla (Photo Credits: X)

দিল্লি, ৩১ মার্চ: সৌরভ রাজপুত (Saurabh Rajput Murder) খুনের মামলায় একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছে। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নির্মমভাবে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্ল (Sahil Shukla) খুন করেছে। এই প্রমাণ প্রকাশ্যে আসার পর থেকে একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করেছে। এবার মুসকান রাস্তোগিকে (Muskan Rastogi) নিয়ে প্রকাশ্যে এল একটি নয়া এআই ভিডিয়ো। যেখানে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে মুসকান রাস্তোগির সঙ্গে ব্রক্ষ্মপুরী থানার অফিসার ইনচার্জ রমাকান্ত পাচাউরির একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে মুসকান রাস্তোগি এবং রমাকান্ত পাচাউরিকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়।

তবে  আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করেই ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে। ওই ভিডিয়োর কোনও সত্যতা নেই বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। কে বা কারা মুসকানের সঙ্গে রমাকান্ত পাচৌরির ওই ঘনিষ্ঠ ছবি এআই-এর মাধ্যমে তৈরি করেছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

'প্রিয়াংশু' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে মুসকান এবং পাচৌরির ওই ভিডিয়ো তৈরি করা হয়। যা দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্রক্ষ্মপুরী থানায় অফিসার ইনচার্জের নামে কালিমালিপ্ত করতেই ওই কুকাজ করা হয়েছে। যা দেখে ওই ইনস্টাগ্রাম ইউজারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। যা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসেবর পাশাপাশি মুসকান রাস্তোগি এবং সাহিল শুক্লকে নিয়েও অশ্লীল ভিডিয়ো পোস্ট করা হয়েছে।