পুনের (Pune) উন্দ্রি এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। আহত হয়েছেন বেশ কয়েকজন দমকলকর্মী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উন্দ্রি এলাকার মার্ভেল আইডিয়াল স্পেসিও সোসাইটিতে। জানা যাচ্ছে, ১২ তলায় একটি ফ্ল্যাটে আচমকাই লাগে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫-৬টি ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলসূত্রে খবর, ডিজাইনার ফ্ল্যাটে ভর্তি ছিল দাহ্য পদার্থ। যার ফলে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

মৃত্যু কিশোরের

জানা যাচ্ছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ সিলিন্ডার ফেটে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ও পুলিশ। তবে তার আগে প্রতিবেশীরা উদ্ধারকাজে হাত লাগায়। তাঁরাই ফ্ল্যাটে আটকে থাকা ২-৩ জনকে উদ্ধার করে। তবে বেডরুমে এক বছর ১৫-এর কিশোর ছিল, তাঁকে উদ্ধার করতে পারছিলেন না। ঘটনাস্থলে দমকল বাহিনী এসেও উদ্ধারকাজ শুরু করে। তবে সেই সময় আরেকটি সিলিন্ডারও ফেটে যায়, যার ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। এদিকে দ্বিতীয় সিলিন্ডার ফাটার কারণে আহত হন কয়েকজন দমকলকর্মী।

আহত কর্মীরা ভর্তি হাসপাতালে

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বেডরুম থেকে কিশোরের দ্বগ্ধ দেহ উদ্ধার করা হয়। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে আহত দমকলকর্মীদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক দমকল আধিকারিক জানান, ফ্ল্যাটে ঢোকার গেটের পাশেই রান্নাঘর ছিল। ফলে আগুনের শিখা বাইরের দিকেই বেশি ছিল। ডিজাইনার ফ্ল্যাটে একাধিক দাহ্য পদার্থের জিনিস ছিল। তবে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার ফলেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।