ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদীদের বিরুদ্ধে বিভিন্ন এলাকাতেই অব্যাহত এনকাউন্টার অভিযান। এরমধ্যেই মঙ্গলবার রাতে সুকমা জেলার ডোঙ্গিনপাড়া জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে খতম হল এক মাওবাদী। তাঁর থেকে উদ্ধার অসংখ্য অস্ত্র। সামনে এসেছে তাঁর নাম, পরিচয়। মৃত নকশাল নেতার নাম কোটলা গঙ্গা, সে কেরলাপাল কমিটির সক্রিয় সদস্য ছিল। তবে এই অভিযানে রক্ত ঝড়েছে ডিআরজি আধিকারিকদেরও। আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তিন জওয়ান। তাঁদের ইতিমধ্যেই উদজ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

আইইডি বিস্ফোরণে আহত ৩

জানা যাচ্ছে, এদিন গোপনসূত্রে খবর পেয়ে সকাল থেকেই ডোঙ্গিনপাড়া জঙ্গলে অভিযান চালায় এসটিএফ, সিআরপিএফ ও ডিআরজি-র জওয়ানরা। মাওবাদীদের ডেরায় পৌঁছানোর আগের রাস্তায় বিছোনো ছিল ল্যান্ডমাইন। আর সেই মাইনে পা দিতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আহত হন তিন ডিআরজি আধিকারিক।

মাওবাদীর মাথার দাম ছিল

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বন্ধ থাকে না অভিযান। বরং যৌথ বাহিনী সন্তর্পণে এগিয়ে যায়। তাঁদের আটকাতে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। আর এই গুলি বিনিময়ে মৃত্যু হয় কোটলার। তাঁর মাথার  দাম ছিল ৫ লক্। টাকা।