লোকসভা নির্বাচনের মধ্যে মহাসঙ্কটে হরিয়ানা সরকার। যে কোনও সময়ে ভাঙতে পারে বিজেপিশাসিত এই রাজ্যের সরকার। জানা যাচ্ছে, তিন নির্দল প্রার্থী সমর্থন প্রত্যাহার করে কংগ্রেস শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে। যদিও এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানি। তাঁর দাবি, নির্দল প্রার্থীদের সমর্থন চলে যাওয়াতেে কোনওভাবেই তাঁদের সরকার ভাঙবে না।
এমনকী এই একই সুর শোনা গেল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের (Manohar Lal Khattar) গলায়। বুধবার কর্নালে প্রচার চলাকালিন বিজেপি নেতা বলেন, "আমরা নির্দল প্রার্থীদের নিয়ে কিছু করতে পারব না। এমনিতেই একাধিক নেতা আমাদের সমর্থনে রয়েছে। এমনকী বিরোধীদের অনেক নেতাও আমাদের সঙ্গে যোগাযোগ রেথেছে। খুব শীঘ্রই সেটা প্রকাশ্যে আনা হবে। বিরোধীদের মাত্র ৩০ জন বিধায়ক রয়েছে। এই নিয়ে ওরা কি অনাস্থা প্রস্তাব আনবে। আনলেও কোনও লাভ হবে না। ওরা জানে না আমাদের সমর্থনে কোন কোন নেতা রয়েছে"।
#WATCH | Karnal: On three independent Haryana MLAs withdrawing support from Haryana Govt, former Haryana CM Manohar Lal Khattar says "We can't do anything about the independent candidates. Several leaders are standing in our support and they should keep their leaders safe, it… pic.twitter.com/9xqVPdSkGu
— ANI (@ANI) May 8, 2024
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে কংগ্রেস নেতা রোহতক হুডার উপস্থিতিতে পান্ডুরীর বিধায়ক রণধীন গোলান, দাদরির সোমবীর সিং সঙ্গওয়ান এবং নিলোখেরির বিধায়ক ধর্মপাল গোন্ডার বিজেপি থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা করেন। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস পক্ষ থেকে মন্তব্য করা হয় যে নির্দল বিধায়কদের সমর্থন তুলে নেওয়ার পর বিজেপির সরকারে বসে থাকার কোনও নৈতিক অধিকার নেই।