দিল্লি, ২৭ জুলাই: মণিপুরে ভাইরাল ভিডিয়োকাণ্ডে শুরু হয়েছে জোর শোরগোল। মণিপুরে গত ৪ মে যে মোবাইলের মাধ্যমে ২ মহিলার অত্যাচারের ভিডিয়ো শ্যুট করা হয়, তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। পাশাপাশি মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্ত এবার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্ত করবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই ঘটনার তদন্তভার হস্তান্তর করা হয় বলে রিপোর্টে প্রকাশ।
আরও পড়ুন: Manipur Viral Video: মণিপুরে বাইরে হোক ভাইরাল ভিডিয়োকাণ্ডের ট্রায়াল, শীর্ষ আদালতে আবেদন কেন্দ্রের
জানা যাচ্ছে, মণিপুরকে শান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। মেইতেই এবং কুকি সম্প্রদায়কে যাতে একসঙ্গে আলোচনার টেবিলে আনা যায়, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রের তরফে। খুব শিগগিরই এই দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সুস্থ কোনও সমাধান বেরিয়ে আসতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।