Manipur Violence (Photo Credit: Twitter, File Photo)

ইম্ফল, ২৬ সেপ্টেম্বর: ২ ছাত্রের মৃত্যুর খবরে ফের উত্তাল হয়ে উঠতে শুরু করেছে মণিপুর। ২ পড়ুয়াকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে ইম্ফলে জোরদার প্রতিবাদ শুরু হয়। দুই পড়ুয়ার খুনের পিছনে যারা রয়েছে, তারা যাতে কড়া শাস্তি পায়, তার দাবিতে মণিপুরে রাজধানী শহর ইম্ফলে প্রতিবাদ শুরু করেন মানুষ। ইম্ফলে প্রতিবাদ শুরু হলে, পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। বিক্ষোভকারীদের থামাতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে পুলিশ। সেই সঙ্গে পুলিশের তরফে ধোঁয় তৈরি করে এমন স্মোক বোমাও ছোঁড়া হয়। ঘটনার জেরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে, তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন: Manipur Violence: জুলাইয়ে নিখোঁজ ২ ছাত্রের মৃত্যুর ছবি প্রকাশ্যে মণিপুরে, জল্পনা শুরু হতেই কড়া পদক্ষেপের আশ্বাস সরকারের

গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল মণিপুরের ওই দুই ছাত্র। সম্প্রতি তাঁদের ছবি প্রকাশ্যে আসে। যেখানে ঘাসের উপর বসে থাকতে দেখা যায় দুজনকে। মণিপুরের নিখোঁজ হওয়া ওই ছাত্রের পিছনে দুজন অস্ত্রধারীও চোখে পড়ে। ১৭-র হিজাম লিনথোইঙ্গাম্বি এবং বছর ২০-র ফিজাম হেমজিৎ নামে ওই দুই পড়ুয়ার ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জল্পনা শুরু হয়ে যায় উত্তর-পূর্বের এই রাজ্যে।