Manipur Voilence (Photo Credit: ANI)

দিল্লি, ১৬ জুন: অশান্ত মণিপুরে এবার কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ইম্ফলের কোংবায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বেশ কিছু দুবৃত্ত। ঘটনার সময় আর কে রঞ্জন সিং বা পরিবারের কেউ তাঁদের ইম্ফলের বাড়িতে ছিলেন না। ফলে প্রাণহানির কোনও খবর নেই।

এ বিষয়ে বিদেশ দফতরের প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিং জানান, কিছু কাজের জন্য এই মুহূর্তে তিনি কেরলে রয়েছেন। তবে বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছেন তিনি। দুষ্কৃতীরা পেট্রল বোমা ছুড়ে, তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানা  কেন্দ্রীয় মন্ত্রী।

 

রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হঠাৎ করেই ঘিরে ধরা হয় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি। ভাঙচুর চালিয়ে এবং পেট্রল বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ওই সময় মন্ত্রীর বাড়িতে যাঁরা পাহারায় ছিলেন, তাঁর কোনওভােবে দুষ্কৃতীদের আগমণ আটকাতে পারেননি।