Manipur Violence (Photo Credit: Twitter)

দিল্লি, ২ জানুয়ারি: ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। নতুন বছরের শুরুতে মণিপুরের তউবাল এবং পশ্চিম ইম্ফল (West Imphal) উত্তপ্ত হয়ে ওঠে। সশস্ত্র দুষ্কৃতীদের সঙ্গে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে উত্তর-পূর্বের এই রাজ্যে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের সঙ্গে সশস্ত্র দুষ্কৃতীদের সংঘর্ষ ছড়ালে তার জেরে পরপর ৪ জনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।  জানা যাচ্ছে, তউবাল এবং পশ্চিম ইম্ফলে হাজির হয়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা।   তার জেরেই ২ পক্ষের সংঘর্ষ শুরু হলে ৪ জনের মৃত্যু হয়। ৩১ ডিসেম্বর রাত থেকে অশান্তি শুরু হলে, নতুন বছরেরর প্রথম দিনে ৪ জনের মৃত্যুর খবর মেলে। ঘটনার জেরে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় বলে খবর। ফলে নতুন করে সংঘর্ষ ছড়ানোয় মণিপুরের একাধিক জায়গায় কারিফিউ জারি করা হয়।

আরও পড়ুন: Manipur Violence: উত্তপ্ত মণিপুর সফরে রাহুল, 'হিংসা নয় ভালবাসা' দিয়ে ক্ষত সারানোর বার্তা কংগ্রেসের

সংঘর্ষের পরিবেশ ছড়াতেই ফের ভিডিয়ো বার্তায় শান্তি বজায় রাখার আবেদন জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। লিলংয়ের বাসিন্দারা যাতে শান্তি বজায় রাখেন এবং অশান্ত পরিস্থিতিতে শান্ত থাকেন, সেই আবেদন জানান উত্তর-পূর্বের এই রাজ্যের মুখ্যমন্ত্রী।