Priyanka Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ২৬ সেপ্টেম্বর: ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে মণিপুর। গত ৬ জুলাই থেকে যে ২ পড়ুয়া নিখোঁজ ছিল, সম্প্রতি তাদের মৃতদেহের ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।  যা প্রকাশ্যে আসতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে ইম্ফল। মণিপুরের রাজধানী শহরের রাস্তায় যখন প্রতিবাদ শুরু হয়, সেই সময় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে প্রবেশ করতে যান বেশ কিছু বিক্ষোভকারী। যাদের বাধা দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে। ফলে কয়েকজন আহত হলে, তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। মণিপুর যখন ফের নতুন করে উত্তপ্ত হতে শুরু করে, সেই সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

 

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মণিপুরে যেভাবে হিংসার বলি হচ্ছে ছোটরা,তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। পাশাপাশি মণিপুরে যে অপরাধ সংগঠিত হচ্ছে ক্রমাগত,তা ভয়ঙ্কর। তা সত্ত্বেও ওই অপরাধগুলিকে নিরবিচ্ছিন্নভাবে চলতে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয় ভূমিকার জন্যই বর্তমানে মণিপুরের এই পরিস্থিতি বলে ক্ষোভ উগরে দেন প্রিয়াঙ্কা গান্ধী।