Rahul Gandhi In Manipur.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ১১ জুলাই: আবারও মণিপুরে (Manipur) গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মণিপুর উত্তপ্ত হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে যান রাহুল। মণিপুরে গিয়ে একটি শরণার্থী শিবিরে হাজির হন রাহুল গান্ধী। সেখানে থাকা অসহায় মানুষের সঙ্গে কথা বলেন কংগ্রেস সাংসদ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাহুল গান্ধী সেই ভিডিয়ো পোস্ট করেন। যেখানে শরণার্থী শিবিরে থাকা প্রত্যেকের সঙ্গে কথা বলে রাহুল শোনেন, তাঁরা বাড়ি ফিরতে চান। অনেকে কেঁদে ফেলেন রাহুলের সামনে।

দেখুন রাহুল গান্ধীর ভিডিয়ো...

 

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 9Narendra Modi) উদ্দেশ্য করে ভিডিয়ো পোস্ট করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত মণিপুরে যাওয়া। সেখানকার মানুষের সুবিধা, অসুবিধার কথা শোনা প্রধানমন্ত্রীর উচিত বলে মন্তব্য করেন রাহুল। মণিপুরে শান্তি ফেরানো উচিত। সেখানকার মানুষ যাতে আগের অবস্থায় ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন রাহুল।