ইম্ফল, ২৮ ফেব্রুয়ারি: কমান্ডো অফিসারের অপহরণের প্রতিবাদে এবার অস্ত্র নামিয়ে প্রতীকি বিক্ষোভ শুরু করল মণিপুর পুলিশের কমান্ডোরা। বুধবার ইম্ফলে মণিপুর (Manipur) পুলিশের কমান্ডোরা প্রতীকি বিক্ষোভ শুরু করেন। বাড়ির বাইরে থেকে মণিপুর পুলিশের এক আধিকারিককে অপহরণ করে। যে ঘটনার পরপরই চটজলদি তল্লাশি শুরু করা হয়। প্রায় ২ ঘণ্টা ধরে একটানা তল্লাশির জেরে ওই পুলিশ অফিসারকে উদ্ধার করা হয় বলে খবর। পুলিশ আধিকারিককে বাড়ির বাইরে থেকে অপহরণের অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন কমান্ডোরা।
আরও পড়ুন: Manipur Violence: উত্তপ্ত মণিপুর সফরে রাহুল, 'হিংসা নয় ভালবাসা' দিয়ে ক্ষত সারানোর বার্তা কংগ্রেসের
বুধবার ইম্ফলে (Imphal) কমান্ডোদের প্রতীকি বিক্ষোভ শুরু হলে, তার ছবি এবং ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়ে। মণিপুর সরকার তাঁদের হাতে পুরোপুরি ক্ষমতা দিচ্ছে না। তাঁদের হাতে পুরোপুরি ক্ষমতা দেওয়া হলে, দুষ্কৃতী দৌরাত্ম শেষ করা হত। কিন্তু মণিপুর সরকার তা করেছে না। এই অভিযোগেই ইম্ফলে আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন মণিপুর পুলিশের কমান্ডোরা।