মোমো খাওয়া নিয়ে দোকানদারের সঙ্গে ঝামেলা। আর সেই বচসা থেকে পরিস্থিতি গড়িয়ে গেল খুনোখুনি পর্যায়ে। গত বুধবার রাতে ঘটনাটি ঘটে নয়ডা সেক্টর ৫ এলাকায়। এই ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। যাঁদের মধ্যে বিকাশ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে দিল্লির (Delhi) লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দোকানের মালিক সহ চারজনকে আটক করা হয়েছে। যার মধ্যে এক নাবালক রয়েছে।
মোমো দোকানে বাধে বচসা
পুলিশসূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ হাসপাতাল থেকে খবর আগে। এরপর বিকাশের সহকর্মীরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিকাশ নয়ডা সেক্টর ৫-এ অবস্থিত একটি বেসরকারি সংস্থার সেলস টিমে কর্মরত ছিলেন। এদিক কাজ সেরে বিকাশ সহ ১০ সহকর্মী একজনের জন্মদিন সেলিব্রেশনের জন্য অফিসের কাছেই একটি দোকানে এসেছিলেন। গল্পগুজবের মাঝে তাঁদের মোমো খেতে ইচ্ছে করে, সেই কারণে স্থানীয় একটি দোকান থেকে একজন মোমো আনতে যায়।
বাকিদের খোঁজে চলছে তল্লাশি
অভিযোগ, সেই সময় ওই কর্মীর সঙ্গে মোমো দোকানের মালিক সলমনের বচসা হয়। আর সেই কথাটি বিকাশদের জানায় ওই যুবক। এরপর সদলবলে সকলে ওই দোকানে চড়াও হয়। অন্যদিকে দোকানের মালিকও ৬-৭ জনকে ডাকে। তাঁরা কার্যত অস্ত্র নিয়ে এসে তাঁদের ওপর চড়াও হয়। এই দেখে বাকিরা পালিয়ে গেলেও বিকাশ ও আরেক যুবককে মারধর করে দুষ্কৃতীরা। এই হামলায় একজনে পা ভেঙে যায়। তবে বিকাশের পিঠে, পেটে ছুরির একাধিক কোপ লাগে। ঘটনার পর তাঁর সহকর্মীরা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সলমন সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।