
এবার নাইট ক্লাবে নিরাপত্তাররক্ষীরা চালালো গুলি। আর সেই হামলায় আহত এক বছর ২৪-এর যুবক। গত বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি (Kaushambi) এলাকায়। ঘটনার তদন্তে নেমে দিল্লির গাজিপুর থেকে অভিযুক্ত দুই বাউন্সারকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে আহত যুবক প্রীত কাসানা এখন ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
দিল্লিতে গুলিবিদ্ধ যুবক
সূত্রের থবর, গত বৃহস্পতিবার নাইট ক্লাবে ঢোকা নিয়ে প্রীতের সঙ্গে বচসা হয় প্রিন্স হুন ও প্রবীন দেধা নামে দুই যুবকের সঙ্গে। পেশায় তাঁরা ওই ক্লাবের বাউন্সার হিসেবে কর্মরত ছিলেন। এই বচসার মাঝেই দুজনের মধ্যে এক নিরাপত্তারক্ষী আচমকাই গুলি চালিয়ে দেয় প্রীতের ওপর। জখম অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গ্রেফতার অভিযুক্তরা
এদিকে বিপদ বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যায় প্রবীন ও প্রিন্স। ঘটনার তদন্তে নেমে দিল্লির গাজিপুর থেকে গ্রেফতার করা হয় দুজনকে। জানা যাচ্ছে, এলাকা ছেড়ে পালানোর সময় দুজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ইতিমধ্যেই তাঁদের হেফাজতে নিয়েছে পুলিশ আধিকারিকরা।