Representational Image (File Image)

দিল্লিতে (Delhi) ট্রিপল মার্ডার কেস। নিজের পরিবারকে খুন করে পালালো অভিযুক্ত। শনিবার সকালে করওয়াল নগর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার দুই নাবালিকা ও এক মহিলার দেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সাংসারিক অশান্তির কারণেই তিনজনকে খুন করেছে অভিযুক্ত। যদিও খুনের আসল কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে খবর দেয়

জানা যাচ্ছে, নিখোঁজ ব্যক্তির নাম সন্দীপ। মৃত স্ত্রীয়ের নাম জয়শ্রী। আর তাঁদের দুই সন্তানদের বয়স যথাক্রমে ৫ ও ৭ বছর। প্রথমে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পান। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই এলাকাতেই দীর্ঘদিন ধরে সন্দীপ পরিবারকে নিয়ে থাকত। তারপর কী কারণে স্ত্রী ও দুই মেয়েকে খুন করল, সেই বিষয়টি তাঁদের কাছেও স্পষ্ট নয়।

তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ

পুলিশসূত্রে খবর, পলাতক ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে তাঁদের খোঁজা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা ঘুমের মধ্যেই তিনজনকে শ্বাসরোধ করে খুন করেছে প্রদীপ। যদিও ময়নাতদন্তের রিপোর্টে খুনের আসল কারণ জানা যাবে।