দিল্লির (Delhi) একটি পার্ক থেকে উদ্ধার রক্তাক্ত যুবকের দেহ। গত শুক্রবার সকাল ৯টা ৫০ নাগাদ দক্ষিণ দিল্লির বেগমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দার থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে উদ্ধার করে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একাধিক বুলেটের খোল ও একটি ব্যাট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এক ব্যক্তি তাঁকে খুন করে পালিয়েছে। এমনকী সিসিটিভি ফুটেজেও অভিযুক্তকে সনাক্ত করা গেছে।
দেহে একাধিক জখমের চিহ্ন
হাসপাতাল সূত্রের খবর, মৃত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। যদিও ওই পার্কে তাঁকে খুন করা হয়েছে নাকি অন্য কোথাও যুবককে খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি। যদিও খুনের কারণ এখনও জানা যায়নি। পুলিশসূত্রে খবর, স্থানীয় বাসিন্দারাই প্রথমে আহত অবস্থায় যুবককে দেখতে পায়। তারপর তাঁরাই পুলিশ খবর দেয়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মৃত যুবক ওই এলাকারই বাসিন্দা। তবে তাঁর নাম ও পরিচয় এখন গোপন রাখা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ।