থানে, ১৩ মার্চ: মোষের জন্মদিন পালন! শুনেছেন আগে? না শুনলেও কিছু করার নেই। আসলে সত্যিই এক ব্যক্তি আছেন যিনি বাড়ির মোষের (Buffalo) জন্মদিন পালন করেছে। তাও আবার করোনা বিধি (Covid Norms) না মেনে। আর সেই কারণে তাঁকে এবার পড়তে হচ্ছে আইনি ঝক্কিতে । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। গতকাল থানে পুলিশ এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে যার বিরুদ্ধে করোনা বিধি না মেনে মোষের জন্মদিন পালন করার অভিযোগ এসেছে।

কিরণ মহাত্রে (৩০) নামে ওই যুবক বৃহস্পতিবার তাঁর বাড়িতে মোষের জন্মদিন পালন করছেন। একজন পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, যারা মোষের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলন তাঁদের মুখে মাস্ক ছিল না। জেলা ও রাজ্যে করোনা সংক্রমণ বাড়লেও তাঁরা কেউ মানেননি সামাজিক দূরত্বের নিয়ম। আরও পড়ুন: Gautam Adani: সম্পদ বৃদ্ধিতে জেফ বেজোস, এলন মাস্ককে পেছনে ফেললেন গৌতম আদানি

কিরণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ও এবং এপিডেমিক অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি।