Gujarat: মন্দিরের সামনে লাউডস্পিকার বাজানোর পিটিয়ে খুনের অভিযোগ মধ্য বয়স্ক ব্যক্তিকে
Police Arrested 6 Man In Gujrat (Photo Credit: ANI/Twitter)

আহমেদাবাদ, ৬ মে: মন্দিরের (Temple) সামনে লাউডস্পিকার (Loudspeaker) বাজানোয় এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠল গুজরাটের (Gujrat) মহসনায়। মন্দিরের সামনে লাউডস্পিকার বাজানোয় বছর ৪০-এর ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। যে ঘটনার পুলিশ (Police) ৬জনকে গ্রেফতার করেছে।

মহাসনার তালুকায় নিজের বাড়ির সামনে ছোট মাতাজির মন্দিরে অনুষ্ঠান উপলক্ষ্যে লাউডস্পিকার বাজানো শুরু করেন এক ব্যক্তি। এরপরই ওই ব্যক্তির উপর মারধর শুরু করা হয় বলে অভিযোগ। হামলার পর যশওয়ান্ত ঠাকুর নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: Jammu And Kashmir: হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গি আশরফ মৌলভিকে খতম করল সেনা বাহিনী

জানা যায়, যশওয়ান্ত ঠাকুরের দাদা মন্দিরে লাউডস্পিকার বাজালে , তা বন্ধ করতে বলেন প্রতিবেশী সদাজি রাভাজি ঠাকুর। কিন্তু লাউডস্পিকার আস্তে চলছে বলে তাঁকে বোঝানোর চেষ্টা করেন যশওয়ান্ত ঠাকুর। ওই সময়ই তাঁকে প্রকাশ্য়ে মারধর করা হয় বলে অভিযোগ।