তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। গত শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লোনাভালায় (Lonavala)। অভিযুক্ত যুবকরা ঘটনার দিন লোনাভালায় ঘুরতে গিয়েছিল। সেখানেই এক স্থানীয় যুবতির সঙ্গে অশালীন আচরণ করে তাঁরা। ঘটনার পর গতকালই পুনে গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। আর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
পলাতক মূল অভিযুক্ত
জানা যাচ্ছে, তরুণীকে যৌন হেনস্থা করে পালিয়ে গিয়েছিল তিন অভিযুক্ত। নির্যাতিতা বাড়িতে গিয়ে পরিবারকে সবটা জানায়। তখন স্থানীয় বাসিন্দার সঙ্গে ঘটনাস্থলে যায় নির্যাতিতার পরিবার। সেখানে তাঁদের খোঁজ না মেলায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে ভিত্তিতে পুনে থেকে গ্রেফতার হয় এক যুবক। যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাঁর খোঁজে শুরু হয়েছে তদন্ত।
হাসপাতালে ভর্তি নির্যাতিতা
এদিকে ঘটনার পর নির্যাতিতাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। অন্যদিকে ধৃত যুবককে ২৯ জুলাই অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।