নতুন দিল্লি, ১৯ নভেম্বর: মণিপুরের (Manipur Violence) অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ২০২৩ সালের মে থেকে শুরু হওয়া মণিপুর হিংসার আগুন ফের বেড়ে গিয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি কার্ফু, খোলা নেই স্কুল। এমন অবস্থায় মণিপুরে আইনশৃঙ্খলা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখল দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। রাষ্ট্রপতি দ্রৌপুদী মুর্মু-কে চিঠিতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জন খাড়গে (Mallikarjun Kharge) লিখলেন,"মণিপুরের মানুষের জীবনের নিরাপত্তা ও সেখানকার মানুষের সম্পত্তি রক্ষা করতে অবিলম্বে আপনার হস্তক্ষেপের অনুরোধ করছি। দেশের রাষ্ট্রপতি হিসেবে সেখানকার মানুষের জীবনরক্ষার স্বার্থে এটা এখন সাংবাধানিক অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে।"
চিঠিতে খাড়গে এরপর লেখেন, " গত ১৮ মাস ধরে মণিপুরে চলা অস্থিরতা সামনে শান্তি ফেরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। আমি আশাবাদী আপনার হস্তক্ষেপে মণিপুরবাসী আবার শান্তিতে ও সম্মানের সঙ্গে সেখানে বসবাস করতে পারবেন।"
মণিপুরে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি কংগ্রেসের
Mallikarjun Kharge urges President Murmu’s intervention in Manipur, says people have lost faith in PM and CMhttps://t.co/JFXhGCSWHq
— The Indian Express (@IndianExpress) November 19, 2024
মণিপুরের মানুষ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ওপর আস্থা হারিয়ে ফেলছে দাবি করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে বললেন, রাষ্ট্রপতির কাছে অনুরোধ করছি তিনি যেন কিছু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও কেন মণিপুরে কেন গেলেন না, তা নিয়ে ফের প্রশ্ন তোলেন খাড়গে।