গত মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বর্ষীয়ান কংগ্রেস নেতার অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন দলের নেতাকর্মীরা। যদিও বৃহস্পতিবার হাসপাতালসূত্রে খবর পাওয়া গেল, তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি করেছে। যদিও তিনি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। যদিও কবে তাঁকে ছাড়া হবে সেই বিষয়ে এখনও কিছু জানাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
খাড়গের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন ছেলে
গত মঙ্গলবার রাতে শারীরিক অসুস্থতা ও বুকে ব্যাথার কারণে বেঙ্গালুরুর রামায়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এদিন তাঁর ছেলে প্রিয়ঙ্ক খাড়গে বলেন, মল্লিকার্জুন খাড়গের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।আজ সকালেই তাঁর সঙ্গে দেখা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।
উদ্বেগ প্রকাশ করেছিলেন রাহুল
খাড়গের শারীরিক অসুস্থতার খবর পেতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী। যদিও তিনি বর্তমানে কলোম্বিয়া সফরে রয়েছেন। এছাড়া কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতারা সর্বভারতীয় সভাপতির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।