সপ্তাহের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনায় তেলেঙ্গানায়। সাঙ্গারেড্ডির জেলার পাসামাইলারাম ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত সিগাচি ফার্মা কেমিকালের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Telangana Chemical Factory Blast) ঘটে। ঘটনাটি সোমবার সকালে ঘটে। যার জেরে কমপক্ষে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। আহতদের তড়িঘড়ি পাঠানো হয়েছে হাসপাতালে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বিশাল বাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধারকাজ। ঘটনাটি সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। এমনকী দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
দুঃখপ্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়গে
খাড়গে সামজিক মাধ্যমে লেখেন, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে একটি কারখানা বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের চিকিৎসা ও অনান্য সহায়তা প্রদান করা হচ্ছে।
দেহগুলি ছিটকে ১০০ মিটার দূরে গিয়ে পড়ে
প্রসঙ্গত, এদিন কারখানায় রুটিন অপারেশনের সময় আচমকাই একটি রিঅ্যাক্টর বিস্ফোরণ ঘটে। তাতেই আগুন কারখানার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, ঘটনাস্থলে থাকা কর্মী, আধিকারিকদের দেহ কার্যত ১০০ ফুট দূরে গিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দমকল বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।