দিল্লি, ৩ মে: রাহুল গান্ধী (Rahul Gandhi) কাঠমাণ্ডুর নাইট ক্লাবে হাজির। কংগ্রেস সাংসদের এমন একটি ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাহুলের এই নেপাল সফর নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। যা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। নিজের ব্যক্তিগত সময়ে কে কী করবেন, তা সেই ব্যক্তির নিজস্ব বিষয়। বিষয়টি নিয়ে 'মানসিক বিকারগ্রস্থ' বিজেপি সমালোচনা করছে বলেও আক্রমণ করেন মহুয়া। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে রাহুল গান্ধীর নাইট ক্লাব ভিডিয়ো বিতর্কে মুখ খোলেন মহুয়া মৈত্র।
How on earth is it anybody’s business whether @RahulGandhi or anybody else is in nightclub or at wedding in private time?
Sick @BJP trolls in charge should stick to doing what they do best- leading double lives with beer in teapots.
— Mahua Moitra (@MahuaMoitra) May 3, 2022
সম্প্রতি উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। অতীতে বহুবার দেখা গিয়েছে দলের সঙ্কট, গুরুত্বপূর্ণ ভোটের আদে রাহুল বিদেশ সফরে চলে গিয়েছেন। যে কারণে তাঁর বিরুদ্ধে 'পার্ট টাইম রাজনীতিবিদ' হওয়ার অভিযোগ ওঠে। কংগ্রেসের অস্তিত্ব সঙ্কটের মাঝে রাহুলের বিদেশের নাইটক্লাবে হাজির থাকা নিয়ে সমালোচনা হচ্ছে।
আরও পড়ুন: Rahul Gandhi: কাঠমাণ্ডুর নাইট ক্লাবে রাহুল গান্ধী, বন্ধুর মেয়ের বিয়েতে হাজির থাকতে নেপালে রাগা
যদিও রাহুল গান্ধীকে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।