মুম্বই, ১৮ অগাস্ট: মহারাষ্ট্রে (Maharashtra) ফের জঙ্গি হামলার আশঙ্কা। এবার মহারাষ্ট্রের রাইগড়ে হরিহরেশ্বর সৈকতে মিলল জঙ্গিদের সন্দেহভাজন একটি নৌকা। যে নৌকা থেকে একে ৪৭, বুলেট-সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মহারাষ্ট্রের এটিএস টিম রাইগড়ে পৌঁছেছে। তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। জলপথে মহারাষ্ট্রে প্রবেশ করে কোনও জঙ্গি গোষ্ঠী নাশকতার ছক কষছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে তল্লাশি।
Weapons also found on the boat: Official sources on the suspicious boat found at Harihareshwar Beach in Raigad. https://t.co/L8e9Y8q6al
— ANI (@ANI) August 18, 2022
হরিহরেশ্বর সৈকতে জঙ্গি নৌকা এবং অস্ত্র উদ্ধার হতেই মুখ খোলেন বিধায়ক অদিতি তাতকরে। তিনি বলেন, স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী যাতে শিগগিরই রাইগড়ে এটিএসের বিশেষ দল পাঠায়, সেই আবেদনও জানান অদিতি তাতকরে।