Representational Image (Photo Credit: X)

মুম্বই, ২৪ সেপ্টেম্বর: মেডিকেলে (MBBS Admission) ভর্তির দিন নিজের জীবন শেষ করে দিল এক কিশোর। মহারাষ্ট্রের (Maharashtra) চন্দ্রপুর জেলায় এক কিশোরের  মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যে কিশোর ডাক্তার বা চিকিৎসক (Doctor) হতে চায় না। কিন্তু তাকে জোর করে মেডিকেলে ভর্তি করা হচ্ছিল বলে অভিযোগ। সেই কষ্টের জেরেই ওই কিশোরকে দেখা যায় নিজের প্রাণ দিতে। অর্থাৎ আত্মহত্যা করে চন্দ্রপুরের ওই কিশোর।

অনুরাগ অনিল বোরকার নামের ওই কিশোর আত্মহত্যার সময় একটি সুইসাইড নোট লিখে রেখে যায়। আর সেখান থেকেই সামনে আসে, চিকিৎসক পেশাকে গ্রহণ করতে পারেনি অনুরাগ। তাই ক্ষোভে, দুঃখে ডাক্তারিতে ভর্তির দিনই ওই কিশোর আত্মহত্যা করে।

২০২৫ সালে NEET UG পাশ করে অনুরাগ। পরীক্ষায় ৯৯.৯৯% পেয়ে গোটা দেশ জুড়ে ১৪৭৫ র্যাঙ্ক করে অনুরাগ অনিল বোরকার।  ডাক্তারি পাশের পর অনুরাগকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে যেতে হচ্ছিল র্যাঙ্ক অনুযায়ী কলেজে ভর্তি হতে। সবকিছু ঠিক চলছিল। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে যায়।

পুলিশ জানায়, মহারাষ্ট্রের বাড়ি থেকে গোরক্ষপুরে রওনা দেওয়ার আগের দিনই অনুরাগ আত্মহত্যা করে। নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অনুরাগ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং সেখান থেকে মেলে একটি সুইসাইড নোট। আর সেখানেই লেখা ছিল, সে চিকিৎসক হতে চায় না।

পুলিশ অনুরাগের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে তল্লাশি।