Maharashtra Rain Situation (Photo Credit: X/Screengrab)

মুম্বই, ১৯ অগাস্ট: মহারাষ্ট্রে (Maharashtra Rain Disaster) বৃষ্টি হচ্ছ। গত ২৪ ঘণ্টায় মুম্বই জুড়ে যেমন বৃষ্টি শুরু হয়েছে, তেমনি মহারাষ্ট্রের একাধিক জায়গাও ভাসতে শুরু করেছে। মুম্বইতে রাস্তাঘাট যেমন জলমগ্ন হয়ে গিয়েছে, তেমনি মহারাষ্ট্রের নান্দেড়েও পরিস্থিতিও শোচনীয়।

জলের (Heavy Rain) তলায় নান্দেড় (Nanded )। মহারাষ্ট্রের এই এবাকার বর্ণনা দিতে গিয়ে এমন সজ্ঞা ব্যবহার করলেও ককোনও অত্যুক্তি হবে না। নান্দেড়ে হু হু করে জল বাড়ছে। লেন্ডি প্রজেক্ট ভেসে গিয়েছে এক নাগাড়ে বৃষ্টির জেরে। ফলে বহু গ্রাম বর্তমানে জলের তলায়।

জানা যাচ্ছে, নান্দেড়ে যখন হু হু করে জল বাড়ছে, সেই সময় ৫ থেকে ৮ জনের মৃত্যু হয়েছে। ৫০টি গরু, মহিষও মারা গিয়েছে। ফলে পরিস্থিতি ক্রমাগত উদ্বেগজনক হয়ে উঠতে শুরু করেছে।

নান্দেড়ে একাধিক গ্রাম যখন জলের তলায়, সেই সময় বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে। নান্দেড়ের মানুষকে যাতে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। সেই সঙ্গে চালানো হচ্ছে বোট। রাস্তা যখন ভেসে গিয়েছে, সেই সময় মানুষকে বোটে চাপিয়ে নিরাপদ জায়গায় সরানোর চেষ্টা শুরু করেছে প্রশাসন।

সেই সঙ্গে একটানা বৃষ্টির জেরে মুম্বই যখন ভাসতে শুরু করেছে, তখন বাণিজ্যনগরীর মানুষকে বাঁচানোর জন্য প্রাণপন চেষ্টা চলছে, তেমনিভাবে নান্দেড়ের মানুষও যাতে প্রশাসনের ছত্র ছায়া থেকে কোনওভাবে বঞ্ছিত না হন, সে বিষয়ে আবেদন জানানো হয় বিভিন্ন মহলের তরফে।

আরও পড়ুন:  Mumbai Rain Disaster: থেমে গেল মুম্বইয়ের গতি, ভাসছে গাড়ি, উড়ছে না বিমান, বৃষ্টির দাপটে নাকানিচোবানি খাচ্ছে বাণিজ্যনগরী

জলের তলায় নান্দেড়। কী পরিস্থিতি মহারাষ্ট্রের এই এলাকার দেখুন এক ঝলকে...